০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


সৌ দি আ র বে র রূ প ক থা

দুই ভাই দুই পাখি

-

(গত দিনের পর)

দুই ভাইয়ের ফোঁপানি থামে না। আকুল-ব্যাকুল হয়ে কাঁদছে তারা। এমন সময় অদ্ভুত এক ঘটনা ঘটল। তারা দেখে তাদের সামনে দু’টি পাখি। আশ্চর্য ব্যাপার তো। এতক্ষণ এখানে কোনো পাখি ছিল না। হঠাৎই কোত্থেকে যেন উড়ে এসেছে। চোখের পলকে ঘটে গেছে এই ব্যাপার।
দুই পাখি দু’রকম। একটা পাখি দেখতে ভারি সুন্দর। ভীষণ মায়াবী। অন্যটির চেহারা-সুরত একেবারেই উল্টো। খুবই বিচ্ছিরি। ওটার দিকে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে করে না, এমনই বাজে। যে পাখিটা দেখতে চমৎকার, কথা বলল সেই প্রথম। মিষ্টিগলায় দুই ভাইকে সেই পাখি বলল,
তোমরা যে পথ হারিয়ে ফেলেছ, তা আমি জানি। আমার সাথে চলো। আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। এসো, আমরা রওনা হই। (চলবে)


আরো সংবাদ



premium cement