০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


সু দা নে র রূ প ক থা তিন তিনটি সেদ্ধ ডিম

-

(গত দিনের পর)

কিছু দিন পার হয়ে গেল ইতোমধ্যে। মনের মতো কোনো বন্ধু এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই বলে রাজপুত্র হতাশ নয়। চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। হঠাৎই একদিন সমবয়সী এক ছেলের সাথে দেখা হয়ে গেল। সাধারণ জামাকাপড় ছেলেটির গায়ে। কমদামি হলেও পরিষ্কার-পরিচ্ছন্ন। রাজপুত্র ওর পরিচয় জানতে চাইলো। ছেলেটি শান্তভাবে জানায় যে, সে একজন কাঠুরের ছেলে। রাজপুত্রের সামনে পড়ে সে লজ্জা পাচ্ছে। রাজপুত্র তাকে বন্ধু হওয়ার জন্য অনুরোধ করল।
দুইজনে প্রতিদিন শিকারে যায়। বন্যপ্রাণীর খোঁজে ঘুরে বেড়ায় পাহাড় ও বনবাদাড়ে। কাঠুরের ছেলে সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। হলে কি, তার বুদ্ধি ভালো। শিকারের ব্যাপারে সে রাজপুত্রকে বেশ কিছু কৌশল, কায়দাকানুন শিখিয়ে দিলো। সারা দিন ঘুরেফিরে ময়লা ও ছেঁড়া জামা-পোশাক নিয়ে মায়ের কাছে ফিরে আসত। মাঝে মাঝে ওর পায়ে লেগে থাকত বনজঙ্গলের কাঁটাও। দুপুরে ওরা খেত কাঠুরের বাড়িতে। খুবই সামান্য খাবার। সবজি, রুটি, ডাল, কোনো কোনো দিন ছাগলের দুধের তৈরি চিজ।
(চলবে)


আরো সংবাদ



premium cement