০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা পিপাসা কেন লাগে

-

ছোট্ট বন্ধুরা,
পিপাসা লাগলে আমরা পানি খাই। কেন লাগে পিপাসা? আমাদের শরীর থেকে প্রতিদিন ঘাম ও প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। এই পানিতে শরীরের জন্য অদরকারি কিছু দ্রব্য দ্রবীভূত থাকে। কিন্তু শরীরে পানির অভাব হলে বৃক্ক (কিডনি) ঠিকমতো পরিশোধনের কাজ করতে পারে না। তা ছাড়া শরীর থেকে পানি বেরিয়ে গেলে দেহের সব অংশে এর সরবরাহ যায় কমে। এ জন্য আমরা একধরনের শুকনো অবস্থা অনুভব করি বা আমাদের পিপাসা লাগে।
-ইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement