০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


বিশাল স্কোরের দিকে যাচ্ছে পাকিস্তান

সেঞ্চুরি উদযাপন শানের - ছবি : ইএসপিএনক্রিকইনফো

বিশাল স্কোরের দিকে যাচ্ছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান করেছে ৩ উইকেটে ২২৪ রান। তারা বাংলাদেশের প্রথম ইনিংস থেকে মাত্র ৯ রানে পিছিয়ে আছে। বাবর আজম ৬৯ রান নিয়ে ক্রিজে আছেন। আর সাথে আছেন আসাদ শফিক। এর আগে সেঞ্চুরি করে ফিরে গেছেন শান মাসুদ।
আগের দিন বাংলাদেশ ২৩৩ রান করে অল আউট হয়ে গিয়েছিল। আজই পাকিস্তান তাদের প্রথম ইনিংস শুরু করে। আবিদ আলীকে ০ ও আজহার আলীকে ৩৪ রানে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ লড়াইয়ের আভাস দিয়েছিল। কিন্তু শান ও বাবর আজম আর কোনো সুযোগ দেন নি। শান অবশ্য তাইজুলের বলে বিদায় নেন। কিন্তু ততক্ষণে তিনি সেঞ্চুরি করে ফেলেছেন।
বাংলাদেশের পক্ষে আবু জায়েদ ২টি ও তাইজুল ১টি উইকেট নিয়েছেন।


আরো সংবাদ



premium cement