২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যত জোরে সম্ভব তত জোরে পিটিয়েছি : হেটমায়ার

- ছবি : এএফপি

ব্যাপারটা হেটমায়ার নয়, হিটমায়ার...। একাই পুরো ভারতীয় বোলিং অ্যাটাক তছনছ করে দিয়েছেন। ক্যারিবীয় দানব ক্রিস গেইলের যোগ্য উত্তরসূরি হিসেবে ধরা হয় তাকে। সেই শিমরন হেটমায়ার বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন যে, বিশেষেজ্ঞদের দেয়া ওই উপাধি এমনি এমনি নয়। দুর্দান্ত সেঞ্চুরি করে রোববার ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জেতানোর পর আবারও তিনি আলোচনার কেন্দ্রে। ১০৬ বলে ১৩৯ রানের ইনিংসে ছিল ১১ বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি। এই নিয়ে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল হেটমায়ারের। ভারতের বিপক্ষে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।

এমন পাওয়ার হিটিংয়ের পিছনে রহস্যটা কী? ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে এই প্রশ্নের মুখে পড়তে হয় হেটমায়ারকে। জবাবে একটু হেসে ক্যারিবিয়ান ব্যাটসম্যান বলেন, 'সত্যি কথা বলতে কী, আমি যতটা সম্ভব জোরে বল মারার চেষ্টা করি। আমার লক্ষ্য একটাই। বলটাকে বাউন্ডারি লাইনের ওপারে পাঠানো। এই সেঞ্চুরির মূল্য আমার কাছে অনেক। এই বছরের শুরুতে সর্বশেষ সেঞ্চুরিটা পেয়েছিলাম। পরের বছরে আমার লক্ষ্য হবে ধারাবাহিক ভাবে ভালো খেলা।'

হেটমায়ারের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ অনেক সাবেক ক্রিকেটার। ভিভিএস লক্ষ্মণ টুইট করেছেন, 'দারুণ পরিণত মস্তিষ্কের পরিচয় দিল হেটমায়ার। ম্যাচটা একাই ঘুরিয়ে দিয়েছে। হোপও খুব ভালো খেলেছে। এই জয়টা উইন্ডিজের প্রাপ্য ছিল।' সাবেক ক্যারিবীয় পেসার ইয়ান বিশপের টুইট, 'খুব নিয়ন্ত্রিত একটা ইনিংস খেলেছে হেটমায়ার। ঠান্ডা মাথায় নিজের ইনিংসকে টেনে নিয়ে গেছে।' অধিনায়ক কাইরন পোলার্ড বলেছেন, 'ইদানীং হেটমায়ারের খুব সমালোচনা হচ্ছিল। আসল ব্যাপারটা হলো নিজের ভূমিকাটা বুঝতে পারা আর দায়িত্ব পালন করা। ওর ওপর টিম ম্যানেজমেন্টের সম্পূর্ণ আস্থা আছে।'


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫

সকল