২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অফিস করবেন লেফট্যানেন্ট কর্নেল ধোনি

ভারতীয় সেনাবাহিনীর অনারারি লেফটেনেন্ট কর্নেল এমএস ধোনি - ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নিয়ে নির্বাচকরা যখন মহেন্দ্র সিং ধোনির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখন সমস্যার সামধান করে দিলেন ধোনি নিজেই। সাবেক অধিনায়ক শনিবার জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে পাওয়া যাবে না।

ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের অনারারি লেফটেনেন্ট কর্নেল ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে আগামী দুই মাস নিজের রেজিমেন্টে সময় দেবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ঐ কর্মকর্তা জানান, ‘ধোনি নিজেই জানিয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে পাওয়া যাবে না। কেননা দুই মাস তিনি তার প্যারামিলিটারি রেজিমেন্টে সময় দেবেন।’

আগামীকাল রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করবে ভারতীয় নির্বাচকরা। তার আগেই আজ শনিবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন বিশ্ব সেরা এ উইকেটরক্ষক। ঐ কর্মকর্তা এটাও পরিষ্কার করে দিয়েছেন এই মুহূর্তে অবসর নিচ্ছেন না ধোনি।

তিনি বলেন, ‘আমাদের তিনটি বিষয় পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। দুই মাস প্যারামিলিটারি রেজিমেন্টের সঙ্গে কাজ করতে চান, যার জন্য তিনি আগেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এখন তার সিদ্ধান্তের বিষয়টি অধিনায়ক বিরাট কোহলি এবং নির্বাচক কমিটির প্রদান এমএসকে প্রসাদকে জানিয়ে দেব।’

ধোনি সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় তিন ফর্মেটেই প্রথম পছন্দের উইকেটরক্ষ হিসেবে ঋষভ পন্থ থাকবেন বলে ধারণা করা হচ্ছে। টেস্ট ক্রিকেটে পন্থের স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন ঋদ্ধিমান সাহা। বাসস


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ

সকল