২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতের বিপক্ষে ‘এক-এগারো’ ঘটাতে চায় পাকিস্তান

- ছবি : সংগৃহীত

বিশ্বকাপ আসরে ফাইনাল ম্যাচের চেয়েও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় ভারত-পাকিস্তান ম্যাচ। ২০১৯ বিশ্বকাপেও দু’দলের একটি ম্যাচ রয়েছে প্রথম রাউন্ডে। আর সে ম্যাচ নিয়ে উদগ্রীব হয়ে আছে বিশ্ব ক্রিকেটপ্রেমীরা। ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গড়ানোর কথা পাক-ভারত এই মহারণ।

১৯৭৮ সালে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এরপর এ পর্যন্ত ১৩১টি ম্যাচ খেলেছে দুই দল। আর তাতে জয়ের পাল্লা ভারী পাকিস্তানেরই। ৭৩টি ম্যাচ জিতেছে তারা। ভারতের জয় ৫৪টি। যার বড় অংশই এসেছে সাম্প্রতিক সময়ে। অথচ বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়ে ছয়বারই হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই পাকিস্তানের কোন জয়। পাঁচ ম্যাচের সবকটিতেই হারে। বৈশ্বিক টুর্নামেন্টে যতবার মুখোমুখি হয়েছে ততোবার হেরেছে পাকিস্তান। ভারত জিতেছে ‘এগারো’ ম্যাচ। আর পাকিস্তান ‘শূন্য’। তবে র‌্যাংকিংয়ের সেরা আট দল নিয়ে খেলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম বড় কোন টুর্নামেন্টে জয় পায় পাকিস্তান।

তবে এবার বিশ্বকাপের সেই খরা কাটাতে দৃঢ় প্রত্যয় পাকিস্তান টিম। দলের অন্যতম পেসার আমিরের বক্তব্য থেকে সেটাই অনুমেয় করা যায়। আমির জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী, ‘বিশ্বকাপের প্রতিটি ম্যাচই চাপের, যেমনটা ভারতের বিপক্ষে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমাদের অবশ্যই বাকি সব ম্যাচ জিততে হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই, আমরা ভারতকে হারাতে পারি। আজ (গতকাল) আমাদের ব্যাটিং ম্যাচটা গভীরে নিয়ে গিয়েছিল। যদি আমরা আর একটু মানসিক দিক থেকে শক্ত হতে পারি, ইনশাল্লাহ আমরাই জিতব।'

আমির সর্বশেষে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বল করে ১০ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছেন এই পেসার। ভারতকে কড়া বার্তা দিয়ে রেখেছেন। কিন্তু ব্যাটিংটাই যে ক্লিক করছে না। যার ফলে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারতে হয়েছে। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তা মেনে নিয়েছেন। তবে তিনি ভেঙে পড়তে রাজি নন। বলে দিয়েছেন, ‘ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব।’

ভারতের বিপক্ষে ভালো করার ব্যাপারে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলে দিয়েছেন, ‘ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব।’

তাই বলা যাচ্ছে, বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে ভারতের এগারো ম্যাচ জয়ের বিপরীতে এই ম্যাচটি জিতে ‘এক-এগারো’ ঘটাতে প্রস্তুত পাকিস্তান।

বিশ্বকাপ ২০১৯ ইতোমধ্যে রেকর্ড গড়ে নিয়েছে ম্যাচ পরিত্যক্ত হওয়ার। বৃষ্টি বাগড়ায় জৈলুস হারাচ্ছে বিশ্বকাপ আসর। হাইভোল্টেজ ম্যাচগুলো থেকে বঞ্চিত হচ্ছে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচ হওয়ার ভারত-পাকিস্তান ম্যাচটি। রাজনৈতিক কিংবা অভ্যন্তরীণ বিষয়ের কারণে এই ম্যাচটি শুধু খেলার মধ্যে থাকে না, তা হয়ে দাঁড়ায় দুই দেশের মধ্যে মহাযুদ্ধের মতো। দীর্ঘ সময় দুই দেশের মাঝে সম্প্রতি না থাকায় দ্বি-পাক্ষিক ম্যাচগুলো আর দেখতে পায়না দর্শক।

ফলে ভক্তদের দুই দলের লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হয় ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে।

১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গড়ানোর কথা পাক-ভারত ম্যাচ। সেই মহারণ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলা যুদ্ধ দেখতে উদগ্রীব সমর্থকরা। তবে তাদের আশায় বুষ্টি হতে পারে গুঁড়েবালি। বৃষ্টি ইঙ্গিত দিচ্ছে, ভাসিয়ে দিতে পারে দুই দেশের এই যুদ্ধ। বৃষ্টির কাছে হেরে যেতে পারে ভারত-পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল