২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্রস্তুতি ম্যাচে মুখোমুখী পাকিস্তান - আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা - শ্রীলঙ্কা

- ছবি : সংগৃহীত

ইংল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে চারটি দল। এর মধ্যে ব্রিস্টলে মুখোমুখী হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এবং কার্ডিফে মুখোমুখী শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন নিয়মিত দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। ৭ ওভারে ৪০ রান তুলেছে পাকিস্তান কোন উইকেট না হারিয়ে।

অন্য দিকে কার্ডিফে শ্রীলঙ্কা টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন হাশিম আমল ও এইডেন মার্করাম। দলীয় ৪৮ রানে মার্করামকে আউট করেছেন সুরঙ্গা লাকমাল।

শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে। আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। ১০দেশ নামবে শিরোপ জয়ের মিশনে।


আরো সংবাদ



premium cement