০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন জাবির মেয়েরা

ক্যাম্পাসে ফিরে জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের হাতে ট্রফি তুলে দেয় বিজয়ী নারী ক্রিকেটাররা - নয়া দিগন্ত

প্রথমবারের মতো দেশের সকল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দল নিয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথম সিজনে শিরোপা জয় করেন সুপ্তার নেতৃতাধীন জাবির নারী ক্রিকেট দল।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যবিপ্রবি ক্রিকেট দল। নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা প্রতিপক্ষ জাবি ক্রিকেট দলকে ১২৭ রানের টার্গেট ছুড়ে দেয়।

জবাবে জাবির নারী ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ও ১০ বল হাতে রেখেই বিজয় ছিনিয়ে আনে। জাবির পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুপ্তা। এছাড়া লাবনী সিনহা ৩১ রান করেন। বল হাতে সুপ্তা ২টি এবং লাবনী ও স্বপ্না ১টি করে উইকেট তুলে নেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আক্তারুজ্জামান। বুধবার দলটি বিজয়ীবেশে ক্যাম্পাসে ফিরে জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের পর ট্রফিটি ভিসির তুলে দেয়। তখন ভিসি এ জয়ের জন্য সকল খেলোয়াড় ও কলাকৌশলীদের ধন্যবাদ জানান।

এসময় বিজয়ী অধিনায়ক সুপ্তা বলেন,‘প্রথম সিজনেই আমরা চ্যাম্পিয়ন হয়ে গৌরববোধ করছি। জাবি প্রশাসনের সহায়তা, খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায় আমরা ইতিহাসের অংশ হতে পেরেছি।’

উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো এ আয়োজনের পরিচালনায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ১ ফেব্রুয়ারী থেকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সবকয়টি খেলার পরিচালনায় ছিলেন বিসিবির আম্পায়াররা।


আরো সংবাদ



premium cement