২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খাদের কিনারে ভারত

ভারতের উইকেট শিকারের পর নাথান লিঁও'র উল্লাস - ক্রিকইনফো

পার্থ টেস্টের চতুর্থ দিনটি ভারতের জন্য এতোটা করুণ হবে- সেটা হয়ত তারাও ভাবতে পারেনি। জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তাণ্ডবে ১৩ রানেই দুই উইকেট হারিয়ে বসে ভারত। অধিনায়ক বিরাট কোহলি সাজঘরে ফিরেন ১৭ রানে। টপ-অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ১১২ রান। ক্রিজে অপরাজিত আছেন হানুমা বিহারি (২৪) ও ঋসভ পান্ত (৯)।

জয়ের জন্য আগামীকাল তাদের করতে হবে ১৭৫ রান। হাতে আছে পাঁচ উইকেট। এই টেল-এন্ডারদের পক্ষে এতো সংগ্রহ তোলা অসম্ভব। ফলে পার্থে জয়ের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে আছে।

দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেটের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড ও নাথান লিঁও। একটি নিয়েছেন মিচেল স্টার্ক।

এর আগে সকালে ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৪২ রান নিয়ে মাঠে নেমে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে মোহাম্মদ শামির বলে সাজঘরে ফিরেন। আর অধিনায়ক টিম পেইন ৮ রান নিয়ে দিন শুরু করে ৩৭ রানে মাঠ ছাড়েন। তিনিও শামির শিকার হন।

এ জুটির পর কেউ আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ২৪৩ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সমাপ্তি হয়।

সর্বোচ্চ ছয়টি উইকেট শিকার করেন শামি।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩২৬/১০, ১০৮.৩ ওভার (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, ইশান্ত ৪/৪১)।

ভারত প্রথম ইনিংস : ২৮৩/১০, ১০৫.৫ ওভার (কোহলি ১২৩, রাহানে ৫১, লিও ৫/৬৭)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৪৩/১০, ৪৮ ওভার (উসমান খাজা ৭২, টিম পেইন ৩৭, সামি ৬/৫৬)।


আরো সংবাদ



premium cement

সকল