৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


টসে জিতেছে বাংলাদেশ, শুরুর আগেই খারাপ খবর

টসে জিতেছে বাংলাদেশ, শুরুর আগেই খারাপ খবর - ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অঘোষিত সেমিফাইনালে টসে জিতেছে বাংলাদেশ। আর তাতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি মর্তুজা।

তবে বাংলাদেশ শিবিরে ম্যাচের আগেই একটি খারাপ খবর পাওয়া গেছে। তা হলো অল রাউন্ডার সাকিব আল হাসান নেই। আঙুলে আঘাত থাকায় তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। তার বদলে নেমেছেন মুমিনুল হক।
মাশরাফি বলেছেন, ভালো উইকেট দেখে ব্যাটিং নিয়েছি।

আরো পড়ুন :

বাংলাদেশ-পাকিস্তান আজ অলিখিত সেমিফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
 
‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম তখন মনে মনে একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্তু মাঝ পথে বারবার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পড়েছি, ততবার মনে হয়েছে আর বোধ হয় পারব না। কিন্তু যখনি গ্যালারি ভর্তি মানুষের চিৎকার শুনেছি, তখনি পা দু’টাকে বলেছি তৈরি হ, কারণ আমি আবার মাঠে নামব।’ উক্তিটি মাশরাফি ছাড়া আর কার হতে পারে!

গ্রুপ পর্বে ভারত ও আফগানিস্তানের কাছে হেরে যখন চারদিকে হতাশা তখন মাশরাফিই বলেছিলেন, ‘সময় এখনো শেষ হয়ে যায়নি।’ দর্শকরা অল্পতেই হা পিত্তেশ শুরু করলে সান্ত্বনা দিয়ে মনোবল বাড়িয়ে আফগানদের হারিয়ে ভরসার জায়গা পোক্ত করে নিয়ে এসেছেন অলিখিত সেমি ফাইনালের সমীকরণে। এশিয়া কাপের ১৪তম আসরে দুটিতে জিতে ইতোমধ্যে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে আফগানিস্তানের। বাকি দুই দল বাংলাদেশ ও পাকিস্তান জিতেছে একটি করে ম্যাচ। ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনালে। সুপার ফোরে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। নিভে যাওয়া স্বপ্ন পুনরায় জ্বালিয়েছেন মাশরাফি। সে লক্ষ্যেই আজ মাঠে নামবে টাইগাররা।

এশিয়া কাপের এবারের আসরে হট ফেভারিট ভাবা হয়েছিল পাকিস্তানকে। সরফরাজ আহমেদের এই দলটিই গত বছর জুনে ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তার ওপর আরব আমিরাতকে বলা হয় পাকিস্তানের দ্বিতীয় হোম গ্রাউন্ড। কিন্তু সেই পাকিস্তান কি না চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে উড়ে গেল দুবার করে। গ্রুপ পর্বে ৮ উইকেটে এবং সুপার ফোরে ৯ উইকেটে। দলের এই হারে দারুণ হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ‘এটা খুবই হতাশার, হৃদয়বিদারক। জয়-পরাজয় থাকবেই। তাই বলে এভাবে নয়। ভারত একপেশে খেলে জিতেছে। নিজেদেও সেরা খেলোয়াড় (বিরাট কোহলি) ছাড়াও এশিয়া কাপে ভারত অবিশ্বাস্য খেলছে।’ বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার স্পষ্ট করেই বললেন, পাকিস্তান শিবিরে ভয় ঢুকে গেছে! ভারত-ধাক্কার প্রভাবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তান কিছুটা হলেও ভাবছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑ তিন বিভাগেই ফুটে উঠেছে পাকিস্তানিদের অসহায়ত্ব।

তবে দলটি যে পাকিস্তান। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান তো বলেই দিলেন, ‘ক্রিস গেইল ও পাকিস্তান- কাউকে বিশ্বাস নেই। আমরা সেরাটা দেয়ারই চেষ্টা করব। পাশাপাশি দিনটিও আমাদের হতে হবে।’ 


ওয়ানডে ক্রিকেটে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ওই দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল মাশরাফি বাহিনী। এমনকি টি-২০ ক্রিকেটেও সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ। আজ প্রেরণা হতে পারে ওই জয়।


আরো সংবাদ



premium cement
মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব কামাল হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ১২ চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু সমুদ্রসীমায় ২০ মে থেকে ৬৫ দিন‌ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে ২ নতুন মুখ ও নর্টিসহ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা শত কোটি টাকা আত্মসাৎ : বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা গাজা যুদ্ধ : জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর মানিকগঞ্জে আ’ লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি মানববন্ধন গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

সকল