২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক : মুগ্ধ ফুটবল বিশ্ব (ভিডিও)

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক - ছবি : সংগৃহীত

আর্নেস্তো ভালভের্দে বললেন, ‘‘অবিশ্বাস্য ঘটনা ঘটানোটা অভ্যেসে পরিণত করেছে লিয়োনেল মেসি।’’ বার্সায় সতীর্থ ইভান রাকিতিচের প্রতিক্রিয়া, ‘‘আমাদের লিয়ো যেন কখনো না থামে।’’ গ্যারি লিনেকারের মন্তব্য, ‘‘ওই ফ্রিকিকটা যারা দেখেনি তারা অনবদ্য কিছু দেখার সুযোগ হারিয়েছে।’’ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট জুড়েও বিস্ময়! একজন তো লিখে ফেললেন, ‘‘মেসি কি আদৌ রাশিয়া বিশ্বকাপে খেলতে গিয়েছিল?’’

এত বিস্ময় চ্যাম্পিয়ন্স লিগে নতুন অভিযানের শুরুতেই আর্জেন্টাইন মহাতারকার বিস্ফোরক উপস্থিতি ঘিরে। কী করেননি বার্সা অধিনায়ক? বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোলরক্ষককে পর্যন্ত বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দিয়েছেন। এটা তার পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে হ্যাটট্রিকের প্রথম গোল। অন্য দু’টি গোলও অসাধারণ প্লেসিংয়ে। সঙ্গে লুইস সুয়ারেস, রবের্তো, উসমান দেম্বেলেদের পরের পর ঠিকানা লেখা পাস দেয়া তো আছেই।

সঙ্গে পরিসংখ্যানও অবিশ্বাস্য উচ্চতায় তুলে ধরছে মেসিকে। নতুন মরসুমে ছ’টি ম্যাচে তার সাতটি গোল হয়ে গেল। মঙ্গলবারের ম্যাচের পরে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ১০৪। হ্যাটট্রিক আটটি। যে নজিরও অন্য কারো নেই। আর রিয়াল মাদ্রিদের রাউল ছাড়া এত বার (১৪ বার) কেউ চ্যাম্পিয়ন্স লিগে খেলেননি। চ্যাম্পিয়ন্স লিগে ৩০টি ক্লাবের বিরুদ্ধে গোল করলেন মেসি। তাঁর আগে এখন শুধু রাউল (৩৩) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (৩২)। এ’মরসুমে ডাইরেক্ট ফ্রি-কিক থেকেই মেসি গোল করলেন আটবার। সঙ্গে ‘আর্জেন্টাইন-বিস্ময়’ শুধু বার্সার হয়েই হ্যাটট্রিক করলেন ৪২ বার।

এত সব তথ্যের ভিড়ে স্বভাবতই পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে বার্সার ৪-০ জয় বা দেম্বেলের অসাধারণ গোল, স্যামুয়েল উমতিতির লাল কার্ড দেখা নিয়ে লোকে সে ভাবে কিছু বললেনই না। মেসি নিজে অবশ্য খেলার পরে কোনও টুইট করেননি। এমনিতেও সেটা তার চরিত্রবিরোধী। কিন্তু অন্যরা চুপচাপ থাকেননি। ইভান রাকিতিচের কথাই ধরা যাক। মেসির খেলায় তিনি এতটাই মোহিত যে বলে ফেললেন, ‘‘ওই বিস্ময়কর পা-টা দিয়েই আর একটা অসাধারণ গোল করে গেল লিয়ো। সত্যিই কিছু বলার নেই।’’ সঙ্গে ম্যাচ নিয়ে তিনি বললেন, ‘‘মোটেই আমরা সহজে জিতিনি। পিএসভি নিজেদের লিগে দারুণ খেলছে। সে ভাবেই এখানেও শুরু করেছিল। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে সব ম্যাচই কঠিন। তবে চার গোলে জিতলেও আমরা সেরা খেলিনি। ট্রফি জিততে গেলে আরো অনেক উন্নতি করতে হবে।’’

সংবাদ সম্মেলনে এসে বার্সা কোচ শুরুই করলেন মেসিকে নিয়ে। বুঝিয়ে দিলেন, এই একজনের জন্যই তার ক্লাব এতটা অসাধারণ হয়ে ওঠে। ‘‘আজ লিয়ো তিন গোল করেছে। ওই অবিশ্বাস্য ফ্রি-কিকের গোলটার জন্যই আমরা এগিয়ে যাই। এত সহজে জয়ও এল ওই একজনের জন্যই,’’ বলেছেন ভালভের্দে। বার্সা কোচের কথাতেই পরিষ্কার, মেসির জন্যই তিনি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন। বার্সা তাদের পরের ম্যাচ খেলবে টটেনহ্যামের বিরুদ্ধে ওয়েম্বলিতে। ম্যাচ ৩ অক্টোবর। আর সামনের রবিবার লা লিগায় কাতালান ডার্বিতে তাদের প্রতিপক্ষ খিরোনা।

দেখুন ওই ভিডিও

 

 

মেসির হ্যাটট্রিক
লিওনেল মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব পিএসভি এইনডোভেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে বার্সা। ম্যাচের অপর গোলটি করেছেন ওসমানে ডেম্বেলে।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভাল হলেও গতকাল ম্যাচের শুরু থেকে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি কাতালান জায়ান্টরা। ৩১ মিনিটে ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে মেসি ডেডলক ভাঙ্গেন। কিন্তু তারপর নিজেদের দ্বিতীয় গোল পেতে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ওসমানে ডেম্বেলের দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এরপর ৭৭ ও ৮৭ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি তার রেকর্ড অষ্টম হ্যাটট্রিক।


তবে ৭৯ মিনিটে স্যামুয়েল উমতিতির দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ত্যাগ স্বাগতিক দর্শকদের কিছুটা হলেও হতাশ করেছে। এই লাল কার্ডের কারণে আগামী মাসে টটেনহ্যামের বিপক্ষে ওয়েম্বলি সফরে খেলতে পারবেন না এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত মেসির আরেকটি গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ডেম্বেলের গোলটি যেকোন ম্যাচের ফলাফলের জন্য যথেষ্ঠ ছিল, কিন্তু গতকালের রাতটা ছিল শুধুই মেসিময়। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে হতাশাজনক পারফরমেন্সের পর বার্সেলোনার বর্তমান অধিনায়ক হিসেবে মেসি আবারো নিজের যোগ্যতার প্রমান দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। ইতোমধ্যেই লা লিগায় চার গোল, সব মিলিয়ে সাত গোল মেসিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ‘স্বাভাবিক ভাবেই কেউ যখন হ্যাটট্রিক করে তখন সে লাইমলাইটে চলে আসে। কিন্তু মেসি এটাকেই অসাধারণ এক নিয়মে পরিণত করে ফেলেছে। ’


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

সকল