২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গুগলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত বাইদু

-

অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল চীনে সার্চ ইঞ্জিনের সেন্সরড সংস্করণ চালুর পরিকল্পনা নিয়েছে। এ সংস্করণ চালু হলে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্টটিকে মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাইদু। বাইদুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবিন লি জানিয়েছেন, বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু। এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল যদি বাইদুর সাথে প্রতিযোগিতায় যায়, তাহলে বাইদুই জয়ী হবে। বিশ্বব্যাপী সেবা দেয়ার ক্ষমতা রয়েছে তাদের। সবকিছু মিলিয়ে চীনে গুগলের সেন্সরড সংস্করণ চালু হলে বাইদুর সাথে গুগলের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালে চীনের অনুসন্ধান সেবা খাত থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছিল গুগল। মার্কিন প্রতিষ্ঠানটি চীনের বাজারে পুনরায় প্রবেশ করতে চাইছে। গত আট বছরে বাজারটিতে প্রবেশে একাধিকবার উদ্যোগ নিয়েছে গুগল। তবে এতে সফল হয়নি। মানবাধিকার কর্মীরা চীনে গুগলের সেন্সরড সংস্করণ চালুর তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, দেশটিতে গুগলের এ ধরনের সংস্করণ চালু হলে তা বৈশ্বিক বাকস্বাধীনতায় চপেটাঘাত হবে।
পিপলস ডেইলি সম্প্রতি এক সম্পাদকীয়তে লিখেছে, চীনের মূল ভূখণ্ডে আবারো ফিরে আসার জন্য গুগলকে স্বাগত জানাচ্ছি। তবে প্রতিষ্ঠানটিকে অবশ্যই আইন মেনে চলতে হবে। পিপলস ডেইলির নিবন্ধের সমালোচনা করেছেন রবিন লি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর সেন্সরশিপ আইন পাস করেছেন। এ আইন অনুসারে ২০১৭ সালে অ্যাপল তাদের চীনা স্টোর থেকে কয়েক হাজার অ্যাপ সরিয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছিল। অন্যদিকে চীনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও বন্ধ রয়েছে। মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি দেশটির বাজারে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মাসে চীনে একটি উদ্ভাবনকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। এখান থেকে দেশটির ডেভেলপার, উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement