০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন বেবী নাজনীন ও হেলাল খান

বেবী নাজনীন ও অভিনেতা হেলাল খান। - ছবি: সংগৃহীত

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অন্যদিকে অভিনেতা ও জাসাস নেতা হেলাল খান সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন।

আজ সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বেবী নাজনীন বলেন, ‘নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আমি আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে। এলাকার মানুষের পাশে থাকতে আমি এই নির্বাচনে অংশ নেব। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেবো।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আরো বলেন, ‘এই নির্বাচনে অংশ নিচ্ছি আমাদের মা খালেদা জিয়ার মুক্তির দাবিতে।’

আর অভিনেতা হেলাল খান বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিচ্ছি দেশমাতা খালেদা জিয়ার কারামুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে।’

এদিকে মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত এক হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


আরো সংবাদ



premium cement
একক বিতর্ক প্রতিযোগিতায় ফরিদপুরে শ্রেষ্ঠ নুসরাত ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ইউনাইটেড জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি ভ্যান চালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী দু’টি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী একটি ভ্যানের জন্য হত্যা : জয়পুরহাটে ৩ জনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন

সকল