০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, বান্দরবান ও চট্টগ্রামে গ্রেফতার ২

-

মানিলন্ডারিং মামলায় চট্টগ্রাম ও বান্দরবান জেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক। বুধবার দুপুরে চট্টগ্রামের বাদমতলী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান জেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কর্মচারী নিরূপম কান্তি নাথ (২৯) এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সহকারী ঋষিকেশ দাশ (৪১) দুজনকে অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৯ লাখ ৭ হাজার টাকা অর্জন করায় নির্বাচন অফিসের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা এবং দ-বিধি ১০৯ ধারার তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।

তারা দুজন নির্বাচন অফিসের অস্থায়ী কর্মচারী। এদের তাদের বিরুদ্ধ মিয়ানমারের রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেয়ার মাধ্যমে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছিল। তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। এছাড়া তারা অবৈধভাবে উপার্জিত অর্থ বিভিন্নভাবে স্থানান্তর করে মানিলন্ডারিং আইনেও অপরাধ করেছেন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের মামলায় নির্বাচন অফিসের অস্থায়ী দুজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ভ্যান চালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী দু’টি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী একটি ভ্যানের জন্য হত্যা : জয়পুরহাটে ৩ জনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতাল খালি রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন

সকল