০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


খবর পেলেই অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান

-

বাংলাদেশের বাউন্ডারির ভেতরে যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সে অভিযান চলবে। তার কারণ, শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স।’

তারেক রহমান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারাই এ অপরাধে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের বাউন্ডারির মধ্যে যেখানেই অবৈধ ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে খবর পেলে সেখানেই অভিযান চলবে।’

বিএনপিকে দুর্নীতিবাজদের দল আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘তাদের চেয়ারম্যান এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত হয়ে জেল হয়েছে। সিনিয়র কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ। মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, ‘আমি অপরাধী। আমাকে মাফ করে দেন। বিদেশ পাঠিয়ে দেন।’

তিনি বলেন, ‘সেই দলের নেতারা এখন পর্যন্ত দুর্নীতিবাজ চেয়ারম্যান, কো-চেয়ারম্যানকে বদলাতে পারে না তাদের মুখে ক্যাসিনো নিয়ে কথা মানায় না।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ

সকল