০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট, প্রধান শিক্ষক গ্রেফতার

গ্রেফতারকৃত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম - নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্লাসে ইংরেজি পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে রিফাত মিয়া নামে এক ছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোঃ সেলিম উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রিফাত মিয়া ক্লাসে ইংরেজি পড়া না পারার কারণে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোঃ জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। এ সময় রিফাতের বাম চোখে বেতের আঘাত লাগে।

পরে আহত রিফাতকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিক্ষকের বেতের আঘাতে আহত শিক্ষার্থী রিফাত মিয়া

 

এ ঘটনায় আহত রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মোঃ জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে এই মামলায় প্রধান আসামী করা হয়।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রিফাত মিয়া ক্লাসে ইংরেজি পড়া না পারার কারণে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোঃ জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। এ সময় রিফাতের বাম চোখে বেতের আঘাত লাগে।

এ বিষয়ে নয়া দিগন্ত অনলাইনে গত ২৩ এপ্রিল সংবাদ প্রকাশের পর ওই রাতেই অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে শোকজ করে, নবীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে গঠন করা হয় চার সদস্যের তদন্ত কমিটি। এই কমিটিকে এক দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নিদের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত রিপোর্টে ঘটনার সত্যতা বেরিয়ে আসার পর গত ২৪ এপ্রিল রাতে আহত শিক্ষার্থী রিফাতের পিতা সিজিল মিয়া বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

সকল