২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে আইসিপিসি ঢাকা রিজিওনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

-

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) আয়োজিত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এশিয়া ঢাকা রিজিওনাল ২০১৯ প্রতিযোগিতা গত ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ১৯০টি দল অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও উদযাপন অনুষ্ঠান ১৬ নভেম্বর সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতীম দেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ এবং জাজিং ডাইরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসনাইন হেকেল। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় বুয়েটের টিম যথাক্রমে হেলবেন্ট, গিফটেড হিপোক্রাইটস ও ডুফেনসমির্টজ ইনক। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement