২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

-

ঈদের ছুটির পর দ্বিতীয় দিনেও দেশের পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহের দ্বিতীয় এই কার্যদিবসে সবগুলো সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। ঊর্ধ্বমুখী এই ভাব ছিল ঢাকা-চট্টগ্রাম উভয় পুঁজিবাজারেই। ঈদুল আজহা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পরে লেনদেন হওয়া দুই কার্যদিবসই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকল। ঈদের আগের শেষ কার্যদিবস ৮ আগস্টও ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। ফলে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল দেশের শেয়ারবাজার।
গতকাল সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার আভাস মিলে। প্রথম ২০ মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এই ঊর্ধ্বমুখী ভাব লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে শেষ ঘণ্টায় এসে কিছু প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে যায়।
ঢাকায় গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৭ পয়েন্টে। পাশাপাশি ডিএসইর-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে উঠে এসেছে ১ হাজার ৮৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০২ পয়েন্টে। সব ক’টি মূল্য সূচক বাড়ালেও এ দিন ডিএসইতে যে ক’টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ঠিক তার সমান সংখ্যক। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৭০ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৬১ কোটি ৬৬ লাখ টাকা। টাকার পরিমাণে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ওঠে এসেছে জেএমআই সিরিঞ্জ।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯৮ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
দরবৃদ্ধির শীর্ষে যারা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থানে আছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৬ টাকা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ২ হাজার ১৪৩ বারে ৯ লাখ ৬৩ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকা। গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৭০ বারে ১৪ লাখ ৫১ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা।
মূল্যবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন লিমিটেড। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা। শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭১৮ বারে ৩০ লাখ ৪৫ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮০ লাখ ১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সায়হাম টেক্সটাইলস লিমিটেড, মুন্নু স্টাফলার্স অ্যান্ড জুট, স্টাইল ক্রাফট, মেঘনা সিমেন্ট, এসিআই কোম্পানি ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
পতনের শীর্ষে যারা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৭ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। ইউনিটটি সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৫৮১ বারে ২১ লাখ ৮৮৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ২২৬ বারে ৭ লাখ ১৯ হাজার ৭৩৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৬১৩ বারে ২১ লাখ ৪৭ হাজার ৯৪টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছেÑ এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডাক্কা ডাইং অ্যান্ড মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১।

 


আরো সংবাদ



premium cement