০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মশালা

-

কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতকাল পেশাদার চালকদের উদ্দেশ্যে দিনব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ট্রাস্টের (ইউনাইটেড গ্রুপের একটি সেবামূলক প্রতিষ্ঠান) পৃষ্ঠপোষকতায় এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের সার্বিক সহযোগিতায় একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি সংস্থা এই কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের শতাধিক পেশাদার চালক উপস্থিত ছিলেন। কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিকারে পূর্ব-সাবধানতা অবলম্বন, দুর্ঘটনার তথ্য ও দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন, সাইন সিগন্যাল, গাড়ি চালানোর সময় যেসব কাগজপত্র সাথে রাখা জরুরি, মোটরযান অধ্যাদেশে বিভিন্ন শাস্তি এবং চালকদের নৈতিকতা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উভয় প্রতিষ্ঠান ইতঃপূর্বে এ-জাতীয় আরো ১৭টি প্রশিক্ষণ কর্মশালা ও দু’টি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মো: নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, কুমিল্লা এবং অবসরপ্রাপ্ত মেজর জুনায়েদ আহমেদ, জেনারেল ম্যানেজার, ইউনাইটেড ট্রাস্ট কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেনÑ মো: আবদুল ওয়াহেদ, নির্বাহী পরিচালক, একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা, কাজল মাহমুদ, অর্থ পরিচালক, একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা, মো: লোকমান হোসেন মোল্লা, উপপরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, সদর কার্যালয়, মো: তাজুল ইসলাম, মহাসচিব, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এ বি এম আবু বকর সিদ্দিক, এক্সিডেন্ট ডাটাএনালিস্ট, বিআরটিএ, প্রধান কার্যালয়, মো: নুরুজ্জামান, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ, কুমিল্লা সার্কেল ও মো: আব্দুল বারী, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, কুমিল্লা সার্কেল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement