২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংÿিপ্ত সংবাদ

-

সোনাইমুড়ীতে স্কাউট সমাবেশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে পাঁচ দিনব্যাপী ‘স্কাউট সমাবেশ-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মহাতাবু জলসার মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। তাবু জলসায় স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার। জেলা কোর্স লিডার তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জলসায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার ও সোনাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিÿক ÿুদিরাম পাল, স্কাউট সম্পাদক ও কালিকাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিÿক নোমান উদ্দিন, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামছুদ্দিন। সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা।
ওসি খায়রুল কবির জেলায় শ্রেষ্ঠ
ভোলার লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক পেলেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। ১৬ ডিসেম্বর ভোলা জেলা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ও অফিসাররা উপস্থিত ছিলেন। লালমোহন (ভোলা) সংবাদদাতা
আবদুর রহমান কলেজের ভবন উদ্বোধন
ময়মনসিংহের গফরগাঁওয়ে কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজের ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা আইসিটি কাম একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ভবনটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যÿ কায়ছার হোসেন ভূঁইয়া, লংগাইর ইউপি চেয়ারম্যান আবদুলøাহ আল আমিন বিপ্লব প্রমুখ। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
টাঙ্গাইলে অনুসন্ধান রিপোর্টিং প্রশিÿণ
টাঙ্গাইলে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিÿণ গত শুক্রবার বিকেলে শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) টাঙ্গাইল জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিÿণ কোর্সের আয়োজন করে। টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। সভাপতিত্ব করেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিআইবির কনিষ্ঠ প্রশিÿক মোহাম্মদ শাহ আলম। টাঙ্গাইল সংবাদদাতা
শ্যামনগরে লিগ্যাল এইডের কর্মশালা
সাতÿীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লিগ্যাল এইডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাতÿীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান ও সাতÿীরা জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান। জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার সিনিয়র সহকারী জজ সালমা আক্তারের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতÿীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো¯Íফা পাভেল রায়হান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সাতÿীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম প্রমুখ। শ্যামনগর (সাতÿীরা) সংবাদদাতা
আগৈলঝাড়ায় আ’লীগের ভবন নির্মাণে জমি ক্রয়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে জমি কেনা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দর কাছে জমির দলিল হ¯Íান্তর করেন বাকাল গ্রামের জমির মিয়ার ছেলে মাহাবুব আলম। দলিল হ¯Íান্তরের সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন দলিল গ্রহীতা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো: লিটন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ। আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
শেরপুরে এনজিও ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সমাজ উন্নয়ন সংস্থার (এসডিএস) উদ্যোগে ÿুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় গরিব অসহায় মহিলাদের মাঝে সেলাই মিশিন বিতরণ করা হয়েছে। গত বুধবার টাউন কলোনি এলাকায় সমাজ উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও মহিলাবিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। স্থায়ী কর্মসংস্থানের জন্য ২০ জন মহিলাকে বিনামূল্যে ছয় মাসব্যাপী প্রশিÿণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। শেরপুর (বগুড়া) সংবাদদাতা

 


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল