০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


  সভাপতি-প্রধান শিক্ষক দ্বন্দ্ব

মহম্মদপুরে পাল্লা বালিকা বিদ্যালয়ের পাঠদান ব্যাহত

-

মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি আজিজুর রহমান ধলা ও প্রধান শিক্ষক আব্দুল আলীম মোল্যার দ্বন্দ্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমসহ পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা একে অন্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ এনে আদালতে মামলা করেছেন।
সভাপতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার জবাব চেয়ে নোটিশ দেন। জবাব না পেয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন এবং দীন মোহাম্মদ নামের এক সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। কিন্তু প্রধান শিক্ষক তার দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীন মোহাম্মদ। এতে করে বিভিন্ন অডিট, বোর্ড থেকে বিভিন্ন কাগজপত্র আনানেয়াসহ নানা জটিলতা সৃষ্টি হয়েছে। ছাত্রীদের পাঠদানে বিঘœ ঘটায় সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের সুরাহ চান অভিভাবক ও শিক্ষকেরা।
এদিকে প্রধান শিক্ষক আব্দুল আলীম মোল্যাও বাদি হয়ে সভাপতি আজিজুর রহমান ধলাসহ পাঁচজনকে আসামি করে বিদ্যালয়ে নীতিমালাবহির্ভূত লোক নিয়োগ, অর্থ আত্মসাতের অভিযোগ এনে চলতি মাসের ১৪ তারিখ মাগুরার মহম্মদপুর সহকারী জজ আদালতে একটি মামলা করেন।
সভাপতি আজিজুর রহমান ধলা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীন মোহম্মদ জানান, প্রধান শিক্ষক তার দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বুঝিয়ে না দেয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের অডিটের কাগজপত্র আনা-নেয়া করা যাচ্ছে না। ছাত্রীদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বোর্ড থেকে আনা যাচ্ছে না। কাগজপত্র না থাকায় বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ির কারণের ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল আলী মোল্যা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেয়া হয়েছে অবৈধভাবে। আর যেহেতু আদালতে মামলা চলমান সেহেতু রায় হওয়ার পর দায়িত্ব দিতে হলে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement