২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নড়াইলের নির্বাচনে দায়িত্ব পালন করবে ৮ শতাধিক পুলিশ

-

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলাবাহিনী পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় ৮০৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে গত শুক্রবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের হুমকি পরোয়া করবেন না। কেউ ভয়ভীতি, হুমকি ও গুজব ছড়ানোর চেষ্টা করলে তা প্রতিহত করে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন, কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান, নড়াইল থানার ওসি (তদন্ত) হরিদাস রায়, ওসি (অপারেশন) সুকান্ত কুমার সাহাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নড়াইলের তিনটি উপজেলাতেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন দলীয় বিদ্রোহী প্রার্থীরা। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় নৌকা প্রতীকে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন নড়াইল পৌর যুবলীগের আহ্বায়ক বিপ্লব বিশ্বাস বিলো (স্বতন্ত্র)।
লোহাগড়া উপজেলায় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল বাসার ডলার, বিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু (আনারস), অপর বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটরসাইকেল)। কালিয়া উপজেলাতে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ ও বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদের মধ্যে।

 


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল