২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ব্যাংককে ৬ স্থানে বোমা বিস্ফোরণ

বোমা হামলার পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ - ছবি : এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার পৃথক ছয়টি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। তে কমপক্ষে চারজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে নগরীতে যখন আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলছে ঠিক তখনই এই হামলা হলো।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংককের দুটি স্থানে ছোট আকারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। কিছুক্ষণ পরেই শহরের উত্তরাঞ্চলের সরকারি ভবনে তৃতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চায়েং ওয়াত্তানা গভ. কমপ্লেক্স, রামা আইএক্স রোড, প্রশাসনিক আদালত, বিটিএস চোং নোনসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাতুনাম এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রেনু সুয়েসাত্তায়া নামের এক এমপি বলেন, বিস্ফোরণে তিনজন সামান্য আহত হয়েছেন। ওই এলাকায়ই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এগুলো তুলনামূলক ছোট বোমা। এর আগেও শহরের বিভিন্ন স্থানে এ ধরনের বোমা বিস্ফোরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement