২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ক্রাইস্টচার্চ ইস্যুতে ভারতের কঠোর সমালোচনা করল পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি - ছবি : সংগৃহীত

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ভারত যে নিন্দা জানিয়েছে তার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বুধবার এ সমালোচনা করেন।

তিন দিনের সফরে চীনে থাকাবস্থায় কুরেশি বলেন, ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসলমান মারা গেছেন। এ ঘটনায় ভারতও নিন্দা জানিয়েছে। কিন্তু তাদের সে বার্তায় একটিবারের জন্যও ‘মুসলিম’ বা ‘মসজিদ’ শব্দটি যুক্ত করা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতিটিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রাইস্টচার্চের একটি উপাসনালয়ে চালানো গুরুতর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

কুরেশি বলেন, ওই হামলার ব্যাপারে বলতে গিয়ে পুরো বিশ্ব যে সব শব্দ ব্যবহার করেছে ভারতের সে শব্দগুলো বলার সাহস নেই। অথচ আল্লাহ না করুন, যদি কোনো হিন্দু মন্দিরে এ হামলা হতো, তাহলে পাকিস্তান অবশ্যই তাদের পাশে থাকতো।

বুধবার তিনি চীনের চীনের কমিউনিস্ট পার্টি (সিপিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াং জেইচির সাথে সাক্ষাত করেন। কুরেশি বৈঠকে বলেন, চীন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু এবং পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে প্রথম কৌশলগত সংলাপ ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। তিনি এ সময় চীনা বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করে যাবে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

 

আরো পড়ুন : মসজিদে হামলাকারী ব্রেন্টন আইএস থেকে ভিন্ন কিছু নয় : এরদোগান
নয়া দিগন্ত অনলাইন, ২১ মার্চ ২০১৯,

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, নিউজিল্যান্ডের মসজিদ হামলায় জড়িত বন্দুকধারী ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের থেকে আলাদা কিছু নয়।

ওয়াশিংটন পোস্টে বুধবার প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, ওই হামলাকারীর শিক্ষা বা আদর্শকে খ্রিস্টান ধর্মের সাথে মেলানোর কোনো পথ নেই।

গত শুক্রবার অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা করে ৫০ জনকে হত্যা করে। হামলাকারী হামলার আগে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিল, সে অভিবাসন ও মুসলিমবিদ্বেষী।

ওই নিবন্ধে এরদোগান আরো বলেন, আমি ক্রমাগতই বলে আসছি, সন্ত্রাসের কোনো ধর্ম নেই, কোনো ভাষা নেই। গত শুক্রবার ক্রাইস্টচার্চে যে হামলা হয়েছে হামলা হয়েছে সেটিকে আমি কোনো শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধের প্রভাব বলতে চাই না। যদি এ রকম কিছু এ হামলার জন্য দায়ী হয়ে থাকে, তাহলে সেটি হলো অবহেলা, প্রত্যাখ্যান ও ঘৃণা।

এরদোগান বলেন, ২৮ বছর বয়সী ট্যারান্ট আসলে ধর্ম নয়; বরং মানুষের মধ্যে বর্ণবাদের বিষ ছড়াতে চেয়েছে। এ ট্যার‌্যান্ট ও আইএসের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আইএস যেভাবে তুরস্ক ফ্রান্স ইন্দোনেশিয়াসহ সর্বত্র হামলা চালিয়ে নিষ্পাপ মানুষকে হত্যা করেছে, অস্ট্রেলিয়ান ওই বন্দুকধারীও নিউজিল্যান্ড তা-ই করেছে।

তিনি বলেন, ক্রাইস্টচার্চ হামলার পর পশ্চিমা বিশ্বের দায়িত্ব বেড়ে গেছে। এখন তাদের ঘাড়ে বর্ণবাদ প্রত্যাখান, অভিবাসীদের নিয়ে অহেতুক আতঙ্ক প্রত্যাখ্যান এবং ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষ প্রত্যাখানের দায়িত্ব বেড়েছে।

এদিকে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্দা আরডার্ন ওই হামলার পর যেভাবে মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং পশ্চিমা নেতাদেরকে তাদের দেশে বসবাসরত মুসলিমদের বুকে আকড়ে নেয়ার অনুরোধ করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন এরদোগান। সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল