২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাখাইনে সেনাবাহিনী-বৌদ্ধ বিদ্রোহী প্রচণ্ড সংঘর্ষ : আতঙ্কে রোহিঙ্গারা

-

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে বৌদ্ধ বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সীমান্তে নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

এর আগে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ও নির্যাতনে রাখাইনে বসবাসরত রোহিঙ্গারা তাদের বসতভিটা ছেড়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে কিছু সংখ্যক রোহিঙ্গা সীমান্তের নোম্যান্সল্যান্ডে আটকে যান। তাদের অনেকেই চাচ্ছেন তাদের বসতভিটায় ফিরে যেতে।

সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি পশ্চিম রাখাইনের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে আরো বেশি স্বায়ত্তশাসন চায়। এ নিয়ে চলছে সেনাবাহিনীর সাথে তাদের এ সংঘর্ষ।

‘মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছে’, বার্তা সংস্থা এএফপিকে জানান রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।

তিনি বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রতিদিনের গোলাবর্ষণ আতঙ্কের সৃষ্টি করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

১৩ জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনী নিরাপত্তা ক্যাম্প বসিয়েছে ও বাঙ্কার স্থাপন করেছে।

ফলে শূন্য রেখার কাছে অবস্থানকারী প্রায় সাড়ে চার হাজারে রোহিঙ্গার মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

নূর আলম নামে অপর এক রোহিঙ্গা নেতা বলেন, সীমান্তের অন্য পাশে অন্ধকার নেমে আসার সাথে সাথেই প্রায়ই বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। মিয়ানমার সেনাবাহিনী আমাদের ক্যাম্পের পাশে নতুন ১০টি চৌকি স্থাপন করেছে। এটি অত্যন্ত ভীতিকর।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement