২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিমানবন্দরে মুনকে স্বাগত জানালেন কিম

-

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন মঙ্গলবার পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে স্বাগত জানিয়েছেন। খবর সিনহুয়ার।

মুন চলতি বছরের আন্তঃকোরীয় তৃতীয় বৈঠকের জন্য উত্তর কোরিয়া সফরে গেলেন। স্থানীয় সময় সকাল ১০টায় তিনি পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান। উভয় নেতার মধ্যে আগের দু’টি বৈঠক অস্ত্রবিরতি পালন করা পানমুনজম গ্রামে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বহন করা বিমান পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর মুনকে শুভেচ্ছা জানাতে কিম ও তার স্ত্রী রি সোল জু বিমানবন্দরের একটি ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় বিমানটির চারদিকে উত্তর কোরিয়ার অনেক সরকারি কর্মকর্তাকে অপেক্ষা করতে দেখা যায়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার স্ত্রী কিম জুং-সুককে সঙ্গে নিয়ে বিমান থেকে নেমে আসার পর কিম ও মুন পরস্পরকে জড়িয়ে ধরেন এবং করমর্দন করেন।

মুনের সফরসঙ্গী হিসেবে সচিব, মন্ত্রিপরিষদ সদস্য, আইনপ্রণেতা, ব্যবসায়ী নেতা ও সাংস্কৃতিক প্রতিনিধিসহ দেড় শতাধিক সদস্য রয়েছেন।

বিমানবন্দরে মুনের জন্য অপেক্ষা করা উত্তর কোরিয়ার সিনিয়র নেতাদের সঙ্গে করমর্দনের আগে দেশটির দুই শিশু দক্ষিণ কোরিয়ার এ দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে অপেক্ষা করা উত্তর কোরিয়ার এসব কর্মকর্তাদের মধ্যে দেশটির নেতার ছোট বোন এবং ক্ষমতাসীন কোরিয়া ওয়ার্কার্স পার্টির (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির প্রথম ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো জং রয়েছেন।

সেখানে মুন ও কিম গার্ড অব অর্নার পরিদর্শন করেন। এ সময় উত্তর কোরিয়ার জাতীয় এবং এ উপদ্বীপের সাদা ও নীল রঙের পতাকা নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা অনুষ্ঠানের পর মুন কালো রঙের একটি সেদান গাড়িতে করে পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন বায়েখওয়াউন উদ্দেশ্যে রওনা হন।

মুনের আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিয়ংইয়ংয়ে অবস্থান করার কথা রয়েছে। অস্ত্রবিরতি পালন করা পানমুনজম গ্রামে গত ২৭ এপ্রিল মুন ও কিমের মধ্যে প্রথম এবং গত ২৬ মে সেখানে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল