২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হজ্জের টাকা ব্যয় হচ্ছে যুদ্ধে, অভিযোগ তিউনিসিয়ার ইমামের

হজ্জের টাকা ব্যয় হচ্ছে যুদ্ধে, অভিযোগ তিউনিসিয়ার ইমামের - সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে হামলা চালাচ্ছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটি অস্ত্রক্রয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের স্বীকৃতি পেয়েছে। তাইতো হজ্জের টাকা ব্যয় হচ্ছে যুদ্ধে অভিযোগ করেছেন তিউনিসিয়ার প্রধান ইমাম। শুধু তাই নয়, এই অভিযোগ এনে দেশটির প্রধান মুফতির সাথে সাক্ষাৎও করেছেন তিনি। বলেছেন, হজ্জের সময় যাতে কমিয়ে দেওয়া হয় সেজন্য হাজীদের নিরুৎসাহিত করতে। হজ্ব যাত্রীদের খরচ কমাতেই এই দাবি জানান তিনি।

ফাদেল আশর নামের ওই ইমাম বলেন, সৌদির সরকার যে টাকা হজ্জ থেকে আয় করছে, তার সবই ব্যয় করছে অস্ত্র ক্রয়ে। শুধু তাই নয়, হজ্জের টাকায় কেনা অস্ত্র মুসলিম বিশ্বের বিরুদ্ধেই ব্যবহার করছে সৌদির সরকার। তাই মুসলিম উম্মাহকে পুরো হজ্জ পালন সম্পন্ন না করতে নিরুৎসাহিত করার কথাও বলেন তিনি। 

এদিকে যে টাকা দিয়ে তিউনিসিয়ার লোকজন হজ্জ করবে, সে টাকা দিয়ে তিউনিসিয়ার মুসলিম উম্মাহর কাজে ব্যয় করারও পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে হজ্জের টাকা দিয়ে কেনা অস্ত্র দ্বারা তিউনিসিয়া, ইয়েমেন ও সিরিয়ার মতো মুসলিম প্রধান দেশে সৌদি আরব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


আরো সংবাদ



premium cement