০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ঘু‌মের ম‌ধ্যই এক পরিবারের চারজন দগ্ধ

-

নারায়ণগঞ্জে আগু‌নে দগ্ধ হওয়া একই প‌রিবা‌রের চারজন ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে দুজ‌নের অবস্থা আশঙ্কাজনক ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বার্ন অ্যান্ড প্লা‌স্টিক সার্জারি ইউনি‌টের আবা‌সিক সার্জন ডা: পার্থ শংকর পাল।

আজ ‌সোমবার ভো‌রে পাগলার কুতুবপুরে এ ঘটনা ঘ‌টে।

দগ্ধরা হ‌লেন, আব্দুল আলীম (৬৫), তার মে‌য়ে শিউলি (৩০), শিউলির দুই মেয়ে জু‌থি (১৩) ও তান‌জিলা (৬)।

দগ্ধ‌দের‌ ম‌ধ্যে আব্দুল আলীম প্রায় ৬০ শতাংশ এবং শিউলি ৪৮ শতাংশ দগ্ধ হ‌য়ে‌ছে। আর জু‌থি ও তান‌জিলা দগ্ধ হ‌য়ে‌ছে ১৮ ও ৩২ শতাংশ।

ডা: পার্থ শংকর পাল আরো জানান, দুজ‌নের অবস্থা আশঙ্কাজনক। অপর দুজন ভালো আছেন। তা‌দের প্রয়োজনীয় সব ধর‌ণের চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

আব্দুল আলী‌মের মে‌য়ে কুলসুম আক্তার জানান, শিউলিকে পার্শ্ববর্তী বা‌ড়ির জা‌কির হো‌সে‌নের কা‌ছে বিয়ে দেয়া হয়ে‌ছে। সে প্রায়ই আমা‌দের বা‌ড়ি‌তে আসে, গতকালও এসেছিল। গতরা‌তে ও দু‌ই মে‌য়ে‌কে নি‌য়ে বাবার রু‌মে ঘু‌মি‌য়েছি‌ল। ভো‌রে আগুন লে‌গে সব শেষ হ‌য়ে যায়। প‌রে ডাকাডাকি‌তে জা‌কির হো‌সেন তা‌দের উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌কে‌লে নি‌য়ে আসে। ত‌বে আগু‌নের সূত্রপাত সম্প‌র্কে এখ‌নো জানা যায়‌নি।

কুলসুম জানান, ঘু‌মের ম‌ধ্যই তারা আগুনে জ্বল‌সে যায়। বাবার সারা শরীর এবং শিউলির মাথায় দগ্ধ হ‌য়ে‌ছে বে‌শি। আর তান‌জিলা ও জু‌থি পেটে ও পিঠে দগ্ধ হ‌য়ে‌ছে।


আরো সংবাদ



premium cement
জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার

সকল