০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


উৎসবমুখর পরিবেশে সিআইইউর ওপেন ডে

-

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বসন্তকালীন ওপেন ডে যেন পরিণত হলো ভর্তি ইচ্ছুকদের মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশ আর অভিভাবক-শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠে নগরের জামালখানের বিশ^বিদ্যালয় ক্যাম্পাস।
গত সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইইউর ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি বলেন, মানসম্মত শিক্ষা জাতির জন্য নিশ্চিত করাই এখন আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ভালো মানের কোর্স কারিকুলাম, কর্মমুখী সিলেবাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নানামুখী উদ্যোগ নিতে হবে।
বিজনেস স্কুলের প্রফেসর ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো: রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল’ এর উপদেষ্টা অধ্যাপক মো: জাকির হোসেন, বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রোবাকা শামশের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগেই সকাল থেকে দল বেঁধে নগরীর বিভিন্ন খ্যাতনামা কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করেন ওপেন ডে’তে। এ সময় তারা প্রতিটি স্কুল বা অনুষদগুলোর স্টলে ভিড় করেন। জেনে নেন পছন্দের সাবজেক্টের ভর্তির আদ্যোপান্ত। কেবল ভর্তি তথ্য নয়, অনুষ্ঠানে আরো ছিল শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়, স্পট এডমিশন, কাব কার্যক্রম, অ্যামেরিকান কর্নার ও পুরো ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার তুলে দেয়াসহ অনেক কিছু।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও স্কুল অব ল’ প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সব সাবজেক্ট। শিগগিরই বিশ^বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭

সকল