০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সাদার্ন ভার্সিটিতে ‘অনলাইন একাডেমিক ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা

-

সাদার্ন ইউনিভার্সিটিতে ‘অনলাইন একাডেমিক ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় শিকদের দতা বৃদ্ধির ল্েয দিনব্যাপী এ প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।
সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসির পরিচালক প্রফেসর এ জে এম নুরুদ্দীন চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা। এতে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিভাগের শিকেরা।
প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা বলেন, প্রযুক্তির দ্রুত প্রসারে কাজের ধরনে ভিন্নতা এসেছে। প্রযুক্তিকে যারা যত বেশি ব্যবহার করতে পারবে তারা দ্রুত এগিয়ে যাবে। আধুনিক ও মানসম্মত শিাপ্রতিষ্ঠানগুলো এখন ডিজিটালাইজড ও অনলাইন সিস্টেম নির্ভর। সুতরাং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে অনলাইনের বিভিন্ন প্রযুক্তিতে দতা বাড়াতে হবে।
কর্মশালায় প্রফেসর সরওয়ার জাহান ও প্রফেসর ড. আসাদুজ্জামান চারটি সেশনে একাডেমিক ম্যানেজমেন্ট, অনলাইন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সাদার্ন ইউনিভার্সিটি ইনফরমেশন সিস্টেম ও অনলাইন কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল