২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তরফদার রুহুল আমিন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি

-

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে ফুটবল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সদস্য নোমান আল মাহমুদ, মো: ইলিয়াস এবং আবু সামা বিপ্লব উপস্থিত ছিলেন। তরফদার মোহাম্মদ রুহুল আমিন দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত ব্যক্তি। তার মালিকানাধীন সাইফ পাওয়ারটেক দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে আয়োজিত হয় শেখ কামাল আন্তর্জাতিক কাব কাপ ফুটবল। শেখ কামাল গোল্ড কাপের সাফল্যের পর থেমে থাকেননি তরফদার রুহুল আমিন। জড়িয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায়। ফুটবল থেকে দাবা, অনেক খেলায় এখন সাইফ পাওয়ারটেক বাড়িয়ে দিয়েছে তাদের সহযোগিতার হাত। যদিও তরফদার রুহুল আমিন নিজে বেশি আগ্রহী ফুটবল উন্নয়ন ও প্রসার নিয়ে। তৃণমূল থেকে ফুটবল জাগরণ ঘটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এখন তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি মনোনীত হলেন। তার হাত ধরে চট্টগ্রাম বিভাগের ফুটবল নতুন প্রাণের ছোঁয়া পাবে বলে মনে করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement