২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চবি গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

-

চবি গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের এক প্রস্তুতি সভা সম্প্রতি জামালখানস্থ একটি রেস্টুরেন্টে প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব এস এম ইরফানুল কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা রিজভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি গৌরব, ঐতিহ্য ও সাফল্যের স্মৃতিবিজড়িত গণিত বিভাগের উদ্যোগে আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রচার উপকমিটিকে সারা দেশব্যাপী গণিত বিভাগের সাথে সংশ্লিষ্ট সবার কাছে এ অনুষ্ঠানের তথ্য পৌঁছে দেয়ার গুরুত্ব তুলে ধরেন এবং এ েেত্র সার্বিক সহযোগিতা করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রভাষক লিপন দাশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রভাষক আমানুল হক, উত্তরা ব্যাংকের এসও আজহারুল ইসলাম, ইয়ংওয়ান গ্র“পের সিনিয়র মার্চেন্ডাইজার কামরুল ইসলাম আজিম, ইউটিসিটির প্রভাষক শাইফুন সোনিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) অফিসার এ বি এম সোহরাওয়ার্দী হাসান, আবু বকর সিদ্দিকী ও আবদুন নুর। ওই সভায় গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনমালা প্রচার করার ল্েয, শর্টফিল্ম,ব্যানার, ফেস্টুন, দেয়ালিকা, প্লেকার্ড করাসহ বেশ কিছু যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement