৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মার্কিন প্রতিনিধি পরিষদে তিব্বত নিয়ে নতুন প্রস্তাব

মার্কিন প্রতিনিধি পরিষদে তিব্বত নিয়ে নতুন প্রস্তাব - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তিব্বত নিয়ে নতুন একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। 'রিকগনাইজিং দি ৬৫থ অ্যানিভারসারি অব দি টিবেটিয়ান আপরাইজিং যে অব মার্চ ১০, ১৯৫৯, অ্যান্ড কনমেনিং হিউম্যান রাইটস ভায়োলেশন রিলেটেড টু দি হাইড্রোপাওয়ার ড্যাম কনস্ট্রাকশন প্রজেক্ট ইন ডার্জ' শীর্ষক প্রস্তাবে তিব্বতিদের শান্তিপূর্ণ বিক্ষোভে গণগ্রেফতারের নিন্দা করা হয় এবং তিব্বতিদের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করা হয়।

ডেমোক্র্যাট দলীয় জিম ম্যাকগোভার্ন এবং রিপাবলিকান দলীয় ইয়ং কিম প্রস্তাবটি উত্থাপন করেন।

প্রস্তাবটিতে ১৯৫৯ সালে চীনা সৈন্যদের হাত থেকে রক্ষার জন্য দালাই লামার বাড়ি ঘরে মানব ঢাল নির্মাণকারী তিব্বতি জনসাধারণের প্রয়াসের প্রশংসা করা হয়।

প্রস্তাবটিতে একটি ড্যাম প্রকল্প থেকে চীনকে বিরত রাখার জন্য জো বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।


আরো সংবাদ



premium cement