০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


৬ লাখ টাকা খরচ করে ঘুমিয়ে ভাইরাল তিনি! (ভিডিও)

- ছবি : সংগৃহীত

মাঠে তখন চলছে টানটান উত্তেজনা। কিন্তু তাতে কী! তার মনে হয়েছিল, ঘুমিয়ে নেওয়ার এটাই সব থেকে ভাল সময়। তাই প্রায় ৬ লাখ টাকা খরচ করে টিকিট কিনে তিনি দিব্বি ঘুমিয়ে পড়লেন স্টেডিয়ামের ভিতরেই।

আর সেই ‘ঘুমের ভিডিও’ এক ক্রীড়া সাংবাদিক তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।

গত রোববার মার্কিন মুলুকের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চলছিল রাগবি টুর্নামেন্ট, সুপার বোলের ফাইনাল ম্যাচ। পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নেয় ‘কানসাস সিটি চিফস’। সান ফ্রান্সিসকো ৪৯ইআরএস-কে তারা ৩১-২০ পয়েন্টে হারায়।

ফাইনাল ম্যাচের মোড় ঘোরানো বিভিন্ন মুহূর্ত যত না ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, তার থেকেও বেশি ছড়িয়ে পড়েছে ‘দামি ঘুম’-এর এই ভিডিও। আসলে ওই ব্যক্তি যে আসনে বসেছিলেন খেলা দেখার জন্য, তার টিকিটের দাম ছিল সাত হাজার মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৩২৮ টাকা)।

ক্রীড়া সাংবাদিক কারিসা ম্যাক্সওয়েল ওই ভিডিওটি পোস্ট করছেন। আর যে ব্যক্তি স্টেডিয়ামেই ঘুমিয়ে পড়েছিলেন, তিনি ম্যানেজমেন্ট কনসালটেন্সি কোম্পানি ‘টেনিও’র চেয়ারম্যান অ্যান্ড সিইও ডিক্ল্যান কেলি।

ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে পায়ের উপর পা তুলে পিছনের দেওয়ালে মাথা ঠেকিয়ে বেশ আয়েশ করে ঘুমাচ্ছেন তিনি।

কারিসা-র ক্যামেরা বাঁ দিক থেকে ডান দিকে প্যান করে গোটা স্টেডিয়ামটি ধরার চেষ্টা করেছে। শেষে ক্যামেরা ফোকাস করছে কেলিকে। দেখা যাচ্ছে ম্যাচের একটি উত্তেজক মুহূর্তে প্রায় সব দর্শক আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু এক ভদ্রলোক কেমন নির্বিকার ভাবে চোখ বুজে, যেন এই বল কাড়াকাড়ির লড়াইয়ে তার কিছুই যায় আসে না। অথচ সেটাই তিনি প্রায় ৬ লাখ টাকা খরচ করে দেখতে এসেছিলেন।

কেলি কেন খেলা দেখতে এসে এভাবে ঘুমিয়ে পড়েছিলেন বা কখন তিনি ঘুম থেকে উঠলেন তা অবশ্য জানা যায়নি। তবে এই ‘ছয় লাখি’ ঘুমের ভিডিও এখন ভাইরাল। আনন্দবাজার।

দেখুন সেই ভিডিও:


আরো সংবাদ



premium cement
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী জয়পুরহাটে আবু সালাম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতাল খালি রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চুরি ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সকল