১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


‘ঋষি সুনকের শরণার্থী নীতি অসাংবিধানিক এবং অমানবিক’ : ব্রিটেনের সুপ্রিম কোর্টের রায়

ঋষি সুনক - ছবি : সংগৃহীত

ব্রিটেনের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। বুধবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সুনকের সরকারের নয়া শরণার্থী বিধিকে সরাসরি ‘অসাংবিধানিক’ বলে চিহ্নিত করেছে। ‘তাৎপর্যপূর্ণভাবে’ পাঁচ বিচারপতি ঐকমত্যের ভিত্তিতে সুনকের শরণার্থী সংক্রান্ত নয়া বিধিকে খারিজ করেছে।

বেঞ্চের মন্তব্য, ‘এই নীতি কার্যকর হলে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের জোর করে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে পুরোমাত্রায়।' জুলাই মাসে দীর্ঘ বিতর্কের পরে ব্রিটেনের পার্লামেন্টে নয়া শরণার্থী বিল পাশ করেছিল। কিন্তু আদালতের রায়ে তা কার্যকর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। যদিও সুনক বুধবার বলেন, আমরা নতুন শরণার্থী নীতি কার্যকরের ক্ষেত্রে ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছি।

উল্লেখ্য, ঋষি সুনকের পূর্বসূরি বরিস জনসন প্রথম ‘রুয়ান্ডা প্ল্যান’-এর ঘোষণা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দেয় মানবাধিকারবিষয়ক ইউরোপীয় আদালত। প্রধানমন্ত্রী হওয়ার পরে সুনক ‘নৌকা ফেরত পাঠাও’ নামের বিলটি পার্লামেন্টে পেশ করেন। বিলে বলা হয়, ইংলিশ চ্যানেল পেরিয়ে যে সব শরণার্থী ছোট ছোট নৌকা করে ব্রিটেনের উপকূলে এসে পৌঁছন, তাদের ব্রিটেনে শরণার্থীর মর্যাদা দেয়া যাবে না। ব্রিটেনের পছন্দ মতো কোনো ‘তৃতীয়’ দেশ, যেমন আফ্রিকার অত্যন্ত দরিদ্র দেশ রুয়ান্ডায়, পাঠিয়ে দেয়া হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement