১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


তুরস্কে পেঁয়াজ নিয়ে তুলকালাম কাণ্ড

-

ব্যাপক মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও বাজারে অস্থিরতা- সব মিলিয়ে তুরস্কের অর্থনীতির চিত্রটা সাম্প্রতিক সময়ে খুব একটা সুখকর নয়। আর এটাই প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এবং এর মধ্যে একটি হলো পেঁয়াজের সন্ধান করা।

এরদোগান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, "কারো কাছে কোনো সবজি মজুদ পাওয়া গেলে কোনো ধরণের আপোষ করা হবে না।"

চলতি বছরের শুরুতে পেঁয়াজের যা দাম ছিলো সেটি এখন বেড়ে চারগুণ হয়েছে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন শুধুই মজুদ নয়, দাম এভাবে বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে। গুদামে তল্লাশি চালিয়ে দীর্ঘ মেয়াদে এ সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন তারা।

তবে এ পেঁয়াজ নিয়ে এমন তর্ক-বিতর্কের মধ্যেই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস শুরু হয়েছে।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিসদারুগলু মজা করে বলেছেন, "পেঁয়াজকে কাঁদাবেন না"।

সরকার বলছে, পরিদর্শকরা তদন্ত শুরু করেছেন এবং ৫০ হাজার টন পেঁয়াজ মজুদ পাওয়া গেছে আঙ্কারার পোলটলি জেলায়।

প্রেসিডেন্ট এরদোয়ান দৃঢ়প্রতিজ্ঞ: "আলু-পেঁয়াজ মজুতদাররা, ফল ও সবজির মজুতদারদের মূল্য দিতে হবে।"

গুড পার্টির নেতা মেরাল আকসেনার বলেছেন, "এরদোয়ান পেঁয়াজকে সন্ত্রাসী ঘোষণা করেছেন।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক

টুইটার ব্যবহারকারী দাবান দিলসিজ একটু কার্টুন টুইট করেছেন।

"ওয়াহ পেঁয়াজ"।

"আমি শপথ করে বলছি যে আমি খাচ্ছি, বিক্রি করছি না।"

কুজে ওনডার টুইট করেছেন, "আমার কয়েক বস্তা পেঁয়াজ আছে। ভয়ে আছি যে তারা আমার ঘর তল্লাশি করবে।"

আরেকজন টুইট করেছেন, "তিন শ' মিলিয়ন মাইল পাড়ি দিয়ে ছয় মাসের ভ্রমণ শেষে মঙ্গলে নামতে একটি নভোযানের কয়েক মিনিট সময় লাগে। আর পেঁয়াজের গোডাউন তল্লাশি করতে লাগছে দুই ঘণ্টা।"


আরো সংবাদ



premium cement
বেনাপোল বন্দরে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকের ২ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৫ গাইবান্ধা শহরে চুরি পট্টিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই আরব লিগের প্রতি হামাসের আহ্বান গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসঙ্ঘ শীর্ষ আদালতের প্রতি দ. আফ্রিকার আহ্বান দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল স্মার্ট চশমায় ‘বিপ্লব’ আনছে গুগল! বৃষ্টিতে ভণ্ডুল ম্যাচ, প্লেঅফে সানরাইজার্স হায়দরাবাদ যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় ‘বিষাক্ত’ ভারতীয় মশলার বিরুদ্ধে কড়াকড়ি গাজায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লিগের

সকল