২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২০০ জন মিলে খেলা যাবে কল অব ডিউটি : ওয়ারজোন

-

জনপ্রিয় রয়্যাল শুটার গেইম কল অব ডিউটি এখন থেকে ২০০ জন মিলে খেলা যাবে। নতুন আপডেটে এই সুবিধা যোগ করেছে পাবলিশার কোম্পানি অ্যাক্টিভিশন। লবি বড় করার মাধ্যমে রয়্যাল ব্যাটেলের আরো বেশি সংখ্যক গেইমার টানতে চাচ্ছে তারা। ২০০ জন একসঙ্গে চার জনের টিমে ভাগ হয়ে খেলতে পারবেন। ফলে একটি টিমকে ৪৯টি টিমের সাথে প্রতিযোগিতা করে জিততে হবে। ফলে জেতার জন্য গেইমটিতে আরো বেশি সময় দিতে হবে। সিজন ৪ রিলোডেড নামের আপডেটটি গত সোমবার উন্মুক্ত করা হয়েছে। আপডেটটিতে আরো যুক্ত করা হয়েছে নতুন অস্ত্র, স্পটার স্কোপ ও সাপ্লাই রান নামের একটি চুক্তি। আগে থেকে যাদের ‘কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার (এমডব্লিও)’ এবং অন্যান্য সংস্করণ চালু বা ইনস্টল আছে তাদের ডিভাইস ভেদে ওয়ারজোনের আপডেট সাইজ হবে ২২ জিবি থেকে ৩০ জিবি। কম্পিউটারের পাশাপাশি পিএস৪, এক্সবক্স ওয়ানে গেইমটি খেলা যাবে। গত মার্চে ১৫০ প্লেয়ার একসঙ্গে খেলার সুবিধাসহ ‘কল অব ডিউটি : ওয়ারজোন’ সংস্করণটি উন্মুক্ত করা হয়।
প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার :
এই গেমটি খেলতে উইন্ডোজ ৭ ৬৪ বিট অথবা উইন্ডোজ ১০ ৬৪ বিট অপারেটিং সিস্টেম থাকতে হবে। ইনটেল কোর আই৩-৪৩৪০ অথবা এএমডি এফএক্স-৬৩০০ প্রসেসর এর পাশাপাশি লাগবে অন্তত ৮জিবি র্যাম ও ১৭৫জিবি হার্ড ডিস্ক স্পেস।
এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৬৭০, জিফোর্স জিটিএক্স ১৬৫০ অথবা রেডিওন এইচডি ৭৯৫০ গ্রাফিক্স সহ লাগবে ডিরেক্টএক্স ১২।হ


আরো সংবাদ



premium cement