২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি পরীক্ষা : ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস তৃতীয় অধ্যায় : ইবাদাত

-

সুপ্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস’ থেকে আরো ৪টি এবং ‘তৃতীয় অধ্যায় : ইবাদাত’ থেকে ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তার জন্য তা সদকা দানরূপে পরিগণিত হবে।’
৪১। উল্লিখিত হাদিসখানা কোন হাদিস গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. বুখারি ও মুসলিম খ. বুখারি
গ. মুসলিম ঘ. তিরমিজি
৪২। বৃক্ষরোপণ কোন ধরনের কাজ?
র. সামাজিক কর্মকাণ্ড
রর. সেবামূলক কর্মকাণ্ড
ররর. সওয়াবের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর গ. ররর ঘ র ও ররর
৪৩। ‘সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেবো’ এ কথাটি কোথায় বর্ণিত হয়েছে?
র . কুরআন মাজিদে রর .তিরমিজিতে
ররর. হাদিসে কুদসিতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও ররর খ. র ও রর গ. রর ঘ. ররর
৪৪। কুরআন মাজিদের বিশেষত্বের মূল কারণ হলোÑ
র. ২৩ বছর ধরে নাজিল হয়
রর. পূর্ণাঙ্গ জীবনবিধান
ররর. কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও ররর খ. রর গ. ররর ঘ. রর ও ররর
উত্তর : ৪১. ক, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. ঘ।
তৃতীয় অধ্যায় : ইবাদাত
১। সর্বোত্তম ইবাদাত হলোÑ
ক) সাওম খ) সালাত
গ) জাকাত ঘ) কুরআন পাঠ
২। জাকাত দানে অস্বীকারকারীকে বলা হয়Ñ
ক) কাফির খ) মুরতাদ
গ) মুনাফিক ঘ) মুশরিক
উত্তর : ১. খ ২. ক।


আরো সংবাদ



premium cement