২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২০২১ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৩

বাংলা গল্প : পড়ে পাওয়া
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৭। ছেলেদের কাছে কালবৈশাখীর ঝড় মানে কী?
ক) পাতা কুড়ানো খ) আম কুড়ানো
গ) বর্ষায় ভেজা ঘ) স্কুল বন্ধ
৩৮।‘পড়ে পাওয়া’গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারাÑ
র) অন্যের জিনিস ফিরিয়ে দেয়
রর) সততার দৃষ্টান্ত স্থাপন করে
ররর) পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর
৩৯। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?
ক) ভালোবাসার
খ) উপহাসের
গ) ঘৃণাবোধের
ঘ) নিষ্ঠুরতার
৪০। ‘কাপালি’ কোন সম্প্রদায়ের হিন্দু বিশেষ?
ক) মৎস্যজীবী
খ) কৃষিজীবী
গ) তান্ত্রিক
ঘ) শ্রমজীবী
৪১। বিধু, সিধু, নিধু, বাদলসহ আরো অনেকে দুপুরের বিকট গরমের পর কোথায় নাইতে গিয়েছে?
ক) সমুদ্র-সৈকতে
খ) নদীর ঘাটে
গ) পুকুর ঘাটে
ঘ) কুয়োর ধারে
৪২। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগল আকাশের কোন দিক থেকে?
ক) পূর্ব খ) পশ্চিম
গ) উত্তর ঘ) দক্ষিণ
৪৩। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলোÑ
র) সততার শিক্ষা
রর) নৈতিক চেতনার বিকাশ
ররর) অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘হারুন পরীক্ষার ফি দেয়ার জন্য ব্যাগের পকেটে টাকা রেখেছিল। কিন্তু ফি দেয়ার সময় টাকা খুঁজে পায়নি।’
৪৪। উদ্দীপকের ‘হারুন’ চরিত্রের সাদৃশ্য আছে ‘পড়ে পাওয়া’গল্পের কোন চরিত্রের সঙ্গে?
ক) বাদল খ) নিধু
গ) কাপালি ঘ) মৌমিতা
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
প্রিতমকে তার বাবা বিদ্যুৎ বিল দেয়ার জন্য ২০০ টাকা দেয়। কিন্তু পথে দুষ্ট বন্ধু রবিন তাকে ঐ টাকা দিয়ে সিনেমা দেখার প্রস্তাব দেয়। প্রিতম তাতে অসম্মত হয়ে রবিনকে সময়ের সদ্ব্যবহারের পরামর্শ দেয়।
৪৫। ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোর বন্ধু এবং রবিনের মানসিকতায় যে পার্থক্য রয়েছেÑ
ক) নৈতিকতার
খ) বিচক্ষণতার
গ) অসততার
ঘ) চেতনার
৪৬। ‘পড়ে পাওয়া’ গল্প অবলম্বনে প্রিতমকে যার প্রতীক হিসেবে রূপায়ণ করা যায়Ñ
র) নৈতিক বিবেচনাবোধ
রর) কর্তব্যবোধ
ররর) কিংকর্তব্যবিমূঢ়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৪৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক) মেঘমল্লার
খ) তৃণাঙ্কুর
গ) পথের পাঁচালী
ঘ) স্মৃতির রেখা
উত্তর : ৩৭. খ, ৩৮.গ, ৩৯. ক, ৪০. গ, ৪১. খ, ৪২. খ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. গ।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল