২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলা প্রথম পত্র গদ্যাংশ : নিমগাছ

-

প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : নিমগাছ’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’Ñ এ কথায় বোঝা যায়Ñ
র) আত্মত্যাগ রর) দায়বদ্ধতা
ররর) অর্বাচীনতা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৯। ‘নিমগাছ কাটে না, কিন্তু যতœও করে না’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) গৃহিণীকে বিদায় করে না কিন্তু প্রাপ্যটুকুও দেয় না
খ) যতœ না নিলেও নিমগাছ বেড়ে ওঠে
গ) যতœ না নিলেও নিমগাছ ঠিকই উপকার করে
ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
১০। বনফুলের প্রকৃত নাম কী?
ক) বালাইঘোষ মুখোপাধ্যায়
খ) বালাইচাঁদ মুখোপাধ্যায়
গ) রামচাঁদ মুখোপাধ্যায়
ঘ) হরিপদ ঘোষ
১১। বনফুল কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বিহারে খ) আসামে
গ) উড়িষ্যায় ঘ) পশ্চিমবঙ্গে
১২। কবিরাজদের চরিত্রে ফুটে উঠেছেÑ
র) স্বার্থপরতা রর) স্বার্থান্ধতা
ররর) বিধির বিধান
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
১৩। বনফুল গল্পের বৈশিষ্ট্য হলোÑ
ক) ক্ষুদ্র আঙ্গিকে রচিত
খ) বৃহৎ আঙ্গিকে রচিত
গ) পরাবাস্তব বিষয়ে রচিত
ঘ) গাম্ভীর্যের আধিক্যে রচিত
১৪। ‘সে ও আমি’ বনফুলের কোন ধরনের রচনা?
ক) গল্প খ) উপন্যাস
গ) প্রবন্ধ ঘ) নাটক
১৫। ‘শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ’Ñ বাক্যটির সমার্থক নিচের কোনটি?
ক) তেলা মাথায় তেল দেয়া
খ) জাল যার জলাশয় তার
গ) বাঁধি দিলো শক্ত করি প্রীতির বন্ধন
ঘ) সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে
১৬। নিমের কচিপাতায় শরীরের কী উপকার হয়?
ক) সৌন্দর্য বৃদ্ধি পায়
খ) যেকোনো রোগ থেকে মুক্তি লাভ হয়
গ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
ঘ) ক্ষুধামন্দা কমায়
উত্তর : ৮.খ, ৯.ক, ১০.খ, ১১.ক, ১২.ক, ১৩.খ, ১৪.ক, ১৫.গ, ১৬.গ।


আরো সংবাদ



premium cement