০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


  জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি

-

সুপ্রিয় ২০১৯ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৮। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
ক) ০.০২% খ) ০.৩%
গ) ০.০০৩% ঘ) ০.০৩%
৯। ফটোলাইসিস প্রক্রিয়ায় কিসের বিয়োজন ঘটে?
ক) অক্সিজেন খ) পানি
গ) এসিড ঘ) কার্বন ডাই-অক্সাইড
১০। সালোকসংশ্লেষণের কয়টি উপকরণ থাকে?
ক) ২টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৪টি
১১। সালোকসংশ্লেষণ পরীক্ষায় পাতাবাহার গাছটি কত ঘণ্টা অন্ধকারে রাখতে হবে?
ক) ৩৮ ঘণ্টা খ) ৪৮ ঘণ্টা
গ) ৫৮ ঘণ্টা ঘ) ৪৭ ঘণ্টা
১২। ক্রেবস চক্র কে আবিষ্কার করেন?
ক) ঝরৎ ঐধহং কৎবনং খ) ইষধপশ সধহ
গ) ঐধঃপয ধহফ ঝধষপশ ঘ) ঈধষারহ
১৩। সালোকসংশ্লেষণ ক্ষেত্রে বলা যায়Ñ
র. সবুজ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য
রর. সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হয়
রর. এ প্রক্রিয়ায় ঈঙ২ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) র ও ররর ঘ) ররর
১৪। সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকাÑ
র. একমাত্র ক্লোরোফিল আলোকশক্তি গ্রহণ করতে সক্ষম
রর. নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়
ররর. ক্লোরোফিলের পরিমাণ বেড়ে গেলে আলোকসংশ্লেষণ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) ররর
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
সবুজ জীববিজ্ঞানের শ্বসন অধ্যায় পড়তে গিয়ে এমন একটি প্রক্রিয়া সম্পর্কে জানতে পারল, যার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এবং শর্করা, লিপিড ইত্যাদি জৈব এসিড জারিত হয়ে ঈঙ২, ঐ২, ঙ৩ ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, যা উদ্ভিদ ও প্রাণীতে ঘটে থাকে।
১৫। প্রক্রিয়াটির নাম কী?
ক) সালোকসংশ্লেষণ খ) শ্বসন
গ) অভিস্রবণ ঘ) প্রস্বেদন
১৬। প্রক্রিয়াটির বৈশিষ্ট্যÑ
র. অক্সিজেনের প্রয়োজন হয়
রর. ঈঙ২, ঐ২, ঙ৩ বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে
ররর. শুধু উদ্ভিদে ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর
নিচের বিক্রিয়া হতে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
৬ঈঙ২+১২ঐ২ঙ আলো ঈ৬ঐ১২ঙ৬ +৬ঐ২ঙ +৬ঙ২
ক্লোরোফিল
১৭। বিক্রিয়াটির নাম কী?
ক) সবাত শ্বসন খ) অবাত শ্বসন
গ) কমফোরাইলেশন ঘ) সালোকসংশ্লেষণ
১৮। বিক্রিয়াটির ক্ষেত্রে বলা যায়Ñ
র. উপস্থিতি হিসেবে আলো ও ক্লোরোফিল লাগে
রর. গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে
ররর. গ্লুকোজ ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর
১৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
ক) পানি খ) শর্করা গ) ঙ২ ঘ) ঈঙ২
২০। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু অঞচ তৈরি হয়?
ক) ৪ খ) ৬ গ) ৮ ঘ) ১৮
উত্তর : ৮.ঘ, ৯.খ, ১০.ঘ, ১১.খ, ১২.ক, ১৩.খ, ১৪.খ, ১৫.খ, ১৬.গ, ১৭.ঘ, ১৮.গ, ১৯.গ, ২০.ক।


আরো সংবাদ



premium cement
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

সকল