১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারে বসতঘরের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে এক শিশু।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর রাতে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে যাদের মৃত্যু হয়েছে- ফয়জুর রহমান (৪৮), শিল্পী বেগম (৩৮), সামিয়া বেগম (১৪) সাবিনা বেগম (১১) সায়েম উদ্দিন (৯)। এছাড়া গুরুতর আহত সোনিয়া বেগম (৭) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা গেছে, পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে ঘরের চালে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement