২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেটে রাস্তার পাশে পড়ে থাকা লাশ উদ্ধার

সিলেটে রাস্তার পাশে পড়ে থাকা লাশ উদ্ধার। - ছবি : নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরে রাস্তার পাশ থেকে আব্দুল হক ওরফে কালা মিয়া নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের উৎলারপাড় সড়ক থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল হক ওরফে কালা মিয়া (৪০) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউর কাপন গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি জৈন্তাপুরের চিকনাগুল ঠাকুরের মাটি এলাকার এক প্রবাসীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।

লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ডিএসবি) মো: লুৎফর রহমান বলেন, লোকটির কিভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস আলী বলেন, আব্দুল হক বিভিন্ন সময় গরু ট্রাকে তুলে দেয়া ও গরুর ঘাস কেটে দেয়ার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তার লাশ উৎলারপাড় সড়কে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাকে জানায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা জৈন্তাপুর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন, নিহতের পরনে লুঙ্গি ছিল। তার সাথে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরিবারকে খবর দিয়ে লাশ শনাক্ত করি। তবে নিহতের দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল