২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার

- প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় স্বামী-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার হবিগঞ্জ সদর উপজেলার লুকরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের শাহজাহান জুনাইদ (২৫) ও তার বাবা লিয়াকত আলী (৫০)।

মামলার সূত্রে জানা যায়, গত ২৫ মে উপজেলার রতনপুর গ্রামের লিয়াকত আলী ছেলে শাহজাহান জুনাইদ যৌতুকের দাবিতে তার স্ত্রী রাফিয়া খাতুনকে (২২) এসিড নিক্ষেপ করে। এতে রাফিয়ার মুখ ঝলসে যায়। এ ঘটনায় রাফিয়া ৩১ মে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে একটি মামলা করেন। আদালত মামলাটিকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে মাধবপুর থানাকে এফ আই আরের আদেশ দেন।

গ্রেফতার দুই আসামিকে দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরো সংবাদ



premium cement