২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনা উপসর্গে মারা যাওয়া মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়াই সৎকার

বিকাশ দত্তের লাশ পুড়ানোর ছবি - নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে বিকাশ দত্ত (৬৫) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

জানা যায়, করোনার উপসর্গ থাকায় এবং রাতেই সৎকার করার কারণে তাকে গার্ড অব অনার দেয়া সম্ভব হয়নি। এদিকে বিকাশ দত্তের সৎকারে এগিয়ে এসেছেন একরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সদস্যরা। তারা স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিকাশ দত্তের লাশ পুড়ানোর ব্যবস্থা করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, সংক্রমণবিধি মেনেই মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের সৎকার করা হয়েছে। রাতে সৎকার করার কারণে গার্ড অব অনার দেয়া হয়নি। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা নেয়া হবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

একরামুল মুসলিমীন ফাউন্ডেশন-এর টিম প্রধান মাওলানা আব্দুর রহিম নোমানী বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে ফাউন্ডেশনের জেলা ও উপজেলা শাখার টিম সদস্যরা মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের সৎকারের ব্যবস্থা করে। সৎকারে সময় ফাউন্ডেশনের জেলা প্রধান এহসান জাকারিয়া ও জেলা সদস্য মঞ্জু দাশ শ্মশান ঘাটে উপস্থিত ছিলেন। এছাড়া বিকাশ দত্তের ছেলে বাপ্পা দত্ত তাদের সাথে ছিলেন।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল