২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত

-

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে। ২৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি ব্যাংকের শ্রীমঙ্গল শাখায় কর্মরত। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার সড়কে একটি বাড়িতে মেসে থাকেন।

শুক্রবার রাতে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট শ্রীমঙ্গলে আসার পর রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এএসপি সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আশরাফুজ্জামান আশিক এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী পুলিশ ফোর্স নিয়ে ওই মেস বাড়িতে যান। তারা ওই বাড়িসহ সামনের আরো একটি তিনতলা ভবন লকডাউন করেন।

এদিকে, রাতেই বিষয়টি জানাজানির ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্তের খবরটি। এতে শহরজুড়ে আতংকিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে অনেকেই ফেসবুকে আতংকিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

ঘটনাস্থল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপককে মুঠোফোনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের সকল কর্মকর্তাকে যে যেখানে আছেন সেখানে অবস্থানের নির্দেশনা দেন।

এএসপি সার্কেল আশরাফুজ্জামান আশিক বলেন, তিনতলা ওই মেস ভবনে ১১ জন বর্তমানে অবস্থান করছেন। ব্যাংকে রয়েছেন আরো ১৩ জন কর্মকর্তা-কর্মচারী। যারা করোনা আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসতে পারেন। তাদের সকলের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, গত ১৩ এপ্রিল ওই ব্যক্তি ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন। গত ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার সামান্য জ্বর ছিল। ২৪ এপ্রিল রাতে তার রিপোর্ট আমাদের হাতে আসে। তিনি করোনা পজিটিভ। তাকে ওই ভবনে আইসোলেটেড করা হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।


আরো সংবাদ



premium cement
গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন ধামরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাদঁলেন মুসুল্লিরা বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্য নিহত এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি ও পেজ কুয়াকাটাসহ উপকূল পুড়ছে তাপপ্রবাহে, স্বস্তি নেই জনজীবনে আজ দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু শেরপুরে হিট স্ট্রোকে আরো ১ জনের মৃত্যু যশোরে ক্যাম্পাস থেকে যুবকের লাশ উদ্ধার

সকল