২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


হবিগঞ্জে সাংবাদিক জুনাইদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

-

নবীগঞ্জে বহুল আলোচিত সাংবাদিক জুনাইদ আহমদ হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাছিম রেজা এ রায় ঘোষণা করেন।

একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের বাদশা মিয়া, রাহুল মিয়া ও ফরিদ উদ্দিন। এদের মধ্যে আসামি ফরিদ উদ্দিন লন্ডনে পলাতক রয়েছেন।

অপর দুই দণ্ডিত আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং আব্দুল হামিদ নামে এক আসামি বিচার চলাকালে মারা যান।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে ১০ জুলাই সাংবাদিক জুনাইদ আহমদ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে জেলা সদরে যান। ওই রাতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশের আলামত নষ্ট করার জন্য শায়েস্তাগঞ্জ রেললাইনে ফেলে রাখে। পরদিন ১১ জুলাই সকালে তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় জুনাইদের ভাই মোজাহিদ আহমদ বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেয়া হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement