১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


ট্রেন দুর্ঘটনা: নিখোঁজ দু’জনের সন্ধানে বাবা ও ভাই

- ছবি : নয়া দিগন্ত

কুলাউড়ার বরমচালে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেসের দুর্ঘটনায় দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তাদের স্বজনরা।

এ দুজন হচ্ছেন, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের পিরগাঁও বালিয়াকান্দি গ্রামের দুলাল আহমদ (৩৫) ও দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের আবুল কালাম (৩৬)। তারা দুজনই রোববার রাতে উপবনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

তবে, সোমবার দুপুর পর্যন্ত ঢাকায় পৌঁছাননি তারা। একই সাথে তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের খোঁজ করতে আসেন স্বজনরা। কিন্তু এখানে তাদের কোন খোঁজ পাননি তারা।

দুলাল আহমদ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। তার বাবা রশিদ আলী জানান, এখন পর্যন্ত ছেলের কোন সন্ধান পাননি তিনি। এ কারণে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে তাকে খুঁজতে আসেন তিনি। রশিদ আলী জানান, এখানে তাকে না পেয়ে তিনি কুলাউড়ায়ও যাচ্ছেন পুত্রের সন্ধানে।

আবুল কালামের চাচাতো ভাই আব্দুল আলী জানান, ‘কালাম ঢাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ঢাকা থেকে কালামের স্ত্রী সন্তানরা ফোন করে জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। এ জন্য কালামের খোঁজে তিনি ওসমানী হাসপাতালে এসেছেন। তিনিও কুলাউড়ায় গিয়ে খোঁজ নেবেন বলেও জানান।’


আরো সংবাদ



premium cement
আলো দূষণ কী এবং এর প্রভাবে কী কী ক্ষতি হয় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সুযোগ দেখছেন কারস্টেন নিউইয়র্কে নিলামে ক্লদ মনে পেইন্টিং ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি পূর্বধলায় শিক্ষার্থীর লাশ বিল থেকে উদ্ধার তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল রাহুল গান্ধীর সম্পত্তি ২০ কোটি, সস্ত্রীক অমিত শাহর ৬৫ কোটি ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে সচেতনতা জোরদারের তাগিদ মেয়র আতিকুলের নিউক্যাসলকে হারিয়ে ইউরোপের আশা টিকিয়ে রাখলো ইউনাইটেড জীবননগরে কাঠপট্টিতে আগুনের ঘটনায় গ্রেফতার ২ ফারাক্কা বাঁধের প্রতিবাদ এসেছিল পশ্চিমবঙ্গ থেকেও! ডোনাল্ড লু’র বক্তব্যের পর মির্জা ফখরুলের কথার মূল্য নেই : কাদের

সকল