২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সুনামগঞ্জে ৩ শিশুর মৃত্যু

-

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহতের শিশুর নাম মোঃ লিলু মিয়া (১০)। সে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাত নগর গ্রামের কনর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের ইনাত নগর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লিলু মিয়াকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ১ একজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করলে ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা আহত আতিকুর রহমানকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে এনে ভর্তি করান। তবে তার অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোঃ ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাসটি আটক করলেও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

অপর দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের পাশে একটি ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তম বীরগ্রামের বাপ্পী মিয়ার ছেলে মোদাক্কির (৩) ও একই গ্রামের গ্রামের আরিফ মিয়ার মেয়ে মোস্তাহার বেগম (২)। নিহতরা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তারা নিজেদের বাড়ির উঠানে মোদাক্কির ও মোন্তাহার এই দুজনে মিলে ফুটবল দিয়ে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে তারা দুজন নিজেদের বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। হঠাৎ তাদের দেখতে না পেয়ে লোকজন শিশু দুটিকে খোজাঁখুজির এক পর্যায়ে বাড়ির সামনের ডোবায় তল্লাশী চালিয়ে শিশু ২টির মৃতদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক ২টি শিশুকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ওই দুইজন শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২ জর্ডান ও ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০ নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত

সকল